আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: ডেনমার্ক

আমার দেশ অনলাইন

ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: ডেনমার্ক

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না।

বিজ্ঞাপন

ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে, এমন আটটি ইউরোপীয় দেশের ওপর তিনি শুল্ক আরোপ করতে পারেন।

রোববার এই বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা।

পরে তারা একটি বিবৃতিতে বলেছেন, শুল্ক আরোপের হুমকির মাধ্যমে ট্রান্স আটলান্টিক সম্পর্ককে খাটো করা হয়েছে এবং যা ভবিষ্যতে অত্যন্ত খারাপ পরিণতিতে গড়াতে পারে। ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষার পক্ষেই তাদের অবস্থান।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি রয়েছে ন্যাটো সদস্য দেশগুলোর।

ইতোমধ্যে গ্রিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন