যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে চীন। মঙ্গলবার বেইজিং এ তথ্য নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “চীন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছে।” তবে বেইজিং এই আমন্ত্রণ গ্রহণ করবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।
প্রাথমিকভাবে যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলের পুনর্গঠন তদারকির লক্ষ্যেই এই বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বোর্ডের চার্টারে এর কার্যক্রম কেবল ফিলিস্তিন-নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কি না, সে বিষয়ে পরিষ্কার কোনো উল্লেখ নেই। জানা গেছে, ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের এই বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বোর্ডটির সভাপতি থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আরও থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে গুও জিয়াকুন বলেন, গত এক বছরে নানা উত্থান-পতন সত্ত্বেও দুই দেশের সম্পর্ক মোটামুটি স্থিতিশীল ছিল। বাণিজ্য বিরোধের জেরে একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হলেও সামগ্রিক সম্পর্ক ভেঙে পড়েনি। তিনি জোর দিয়ে বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা উভয় পক্ষের জন্যই লাভজনক, আর সংঘাত দুই দেশের জন্যই ক্ষতিকর।”
সূত্র: আল আরাবিয়া
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

