আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেল খাতে ২০২৬ সালে ১৪০ কোটি ডলার বিনিয়োগের আশা ভেনেজুয়েলার

আমার দেশ অনলাইন

তেল খাতে ২০২৬ সালে ১৪০ কোটি ডলার বিনিয়োগের আশা ভেনেজুয়েলার

ভেনেজুয়েলা ২০২৬ সালে তেল খাতে প্রায় ১৪০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। পরিকল্পিত সংস্কার কার্যকর হলে এই বিনিয়োগ ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রদ্রিগেজ বলেন, জ্বালানি খাতে দীর্ঘদিনের রাষ্ট্রীয় কঠোর নিয়ন্ত্রণ শিথিল করার লক্ষ্যে প্রস্তাবিত একটি বিল সংসদে চূড়ান্তভাবে পাস হলে বিনিয়োগে বড় ধরনের প্রবৃদ্ধি আসবে। তার ভাষায়, “গত বছর তেল খাতে বিনিয়োগ ছিল প্রায় ৯০ কোটি ডলার আর চলতি বছরের জন্য ইতোমধ্যে ১৪০ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।”

তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার বিষয়ে আয়োজিত এক জনপরামর্শ সভায় ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন রদ্রিগেজ। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুতের দেশ হিসেবে ভেনেজুয়েলাকে উৎপাদনেও একটি শক্তিশালী অবস্থানে ফিরে যেতে হবে।

চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানের পর নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হলে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছেন ভেনেজুয়েলার তেলক্ষেত্রে মার্কিন তেল কোম্পানিগুলোর প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর পরিবর্তে রদ্রিগেজকে ক্ষমতায় বসাতে সমর্থন দিয়েছিলেন, শর্ত ছিল তার নীতিগত এজেন্ডা বাস্তবায়ন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...