আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহত, ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহত, ব্যাপক বিক্ষোভ
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে আবারো এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। শহর থেকে ভারী অস্ত্রে সজ্জিত ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। খবর আল জাজিরার।

মিনিয়াপলিস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ও’হারা সাংবাদিকদের জানান, শনিবার গুলিবিদ্ধ হওয়ার পর ৩৭ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। ওই ব্যক্তি মিনিয়াপলিসের বাসিন্দা এবং একজন মার্কিন নাগরিক ছিলেন। তার নাম অ্যালেক্স প্রেট্টি। তিনি একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নার্স হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

অবৈধ অভিবাস বিরোধী অভিযানের অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরে মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্ট ও অভিবাসন কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

এর আগেও গত ৭ জানুয়ারি ৩৭ বছর বয়সি রেনি গুড নামের এক নারী নিহত হওয়ার পর থেকে মিনিয়াপোলিসে প্রতিদিনই বিক্ষোভ চলছিল। ওই ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর এক কর্মকর্তা তার গাড়ির ভেতরে গুলি চালালে রেনি গুড মারা যান।

এছাড়া গত সপ্তাহে শহরে আলাদা এক ঘটনায় এক ভেনেজুয়েলান নাগরিককেও গুলি করে আহত করা হয়েছিল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...