মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই কিউবার পতন হবে। কারণ হিসেবে তিনি বলেন, ভেনেজুয়েলার কাছ থেকে তারা যে পরিমাণ অর্থনৈতিক ও জ্বালানি সহায়তা পেত, তা আর পাবে না। মঙ্গলবার আইওয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
ট্রাম্প বলেন, কিউবার খুব শিগগিরই পেতন হবে। কিউবা সত্যিই এমন একটি জাতি, যা ব্যর্থতার খুব কাছাকাছি। বলেন, তারা ভেনেজুয়েলা থেকে তাদের তেল পেয়েছে, তারা আর তা পাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর হাভানা আর কারাকাস থেকে তেলের সরবরাহ পাচ্ছে না। ঠিক এ সময়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত ৩ জানুয়ারি এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন রদ্রিগেজ। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ওয়াশিংটনের শর্ত পূরণে ব্যর্থ হলে রদ্রিগেজ সরকারের পরিণতিও মাদুরোর মতো হতে পারে। এসব শর্তের মধ্যে রয়েছে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভেনেজুয়েলার জব্দ অর্থ ছাড় করছে যুক্তরাষ্ট্র, সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত