ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খসড়া পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বিশেষ দূত স্টিভ উইটকফসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। শুক্রবার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, তিন ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক চলে।
ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের বিশেষ দূত উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, বৈঠকটি অত্যন্ত বাস্তবসম্মত ও গঠনমূলক হয়েছে। ইউক্রেন ছাড়াও শান্তি বোর্ড, গ্রিনল্যান্ড সমস্যা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খসড়া পকিল্পনা ‘প্রায় চূড়ান্ত’ বলে জানান। তিনি জানান, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে তার সঙ্গে ট্রাম্পের সমঝোতা হয়েছে।
ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রাখা রাশিয়া দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে।
তবে কিয়েভ সতর্ক করে জানিয়েছে, নিজেদের ভূখণ্ড ছাড়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের শান্তিচুক্তি করা যাবে না। কারণ, যদি ভূখণ্ড ছাড়ের বিনিময়ে শান্তিচুক্তি করা হয়, তাহলে এতে রাশিয়াকে আরো আগ্রাসী হতে উৎসাহ দেওয়া হবে।
দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাতের পর জেলেনস্কি সাংবাদিকদের বলেন, নিরাপত্তার নিশ্চয়তা ‘সম্পন্ন’ হয়েছে।
সূত্র: বিএসএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্পের ‘শান্তি বোর্ড’ নিয়ে ইউরোপীয় নেতাদের সংশয়
ট্রাম্পের শান্তি বোর্ডের নাম ‘টুকরো’ হওয়া উচিৎ ছিল: মাস্ক