আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রিসে ভারি বৃষ্টিতে নিহত ২, এলাকাজুড়ে ব্যাপক জলাবদ্ধতা

আমার দেশ অনলাইন

গ্রিসে ভারি বৃষ্টিতে নিহত ২, এলাকাজুড়ে ব্যাপক জলাবদ্ধতা

গ্রিসজুড়ে বুধবার তীব্র ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিতে দুজনের মৃত্যু হয়েছে। প্রবল বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সড়ক ডুবে গেছে।

বিজ্ঞাপন

নৌবিষয়ক মন্ত্রী ভাসিলিস কিকিলিয়াস জানিয়েছেন, পূর্ব পেলোপোনিজের উপকূলীয় শহর অ্যাস্ট্রোসে দায়িত্ব পালনের সময় একজন কোস্টগার্ড সদস্য ঢেউয়ের আঘাতে গুরুতর আহত হয়ে মারা গেছেন। পাশাপাশি অ্যাথেন্সের উপশহর গ্লিফাদায় বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি পৌঁছেছে। অ্যাথেন্সসহ পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, রাজধানীর কিছু এলাকায় এক দিনেই ছয় সপ্তাহের সমপরিমাণ বৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এই পরিস্থিতির কারণে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়ার নির্ধারিত সফর স্থগিত করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে গ্রিসে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট প্রাণঘাতী বন্যা এবং নগরায়নের ফলে ঢাকা জলপথের কারণে ক্ষয়ক্ষতি বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বারবার অবকাঠামো উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিয়েছেন, বিশেষ করে বৃহত্তর অ্যাথেন্স এলাকায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...