
গ্রিসের উপকূলে নৌকা থেকে ১৭ জনের লাশ উদ্ধার
গ্রিসের ক্রিট উপকূলে থেকে আংশিকভাবে ভেঙে পড়া একটি নৌকা থেকে কমপক্ষে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শনিবার ক্রিট থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নিহতদের পাশাপাশি বেঁচে যাওয়া দুজনকে উদ্ধার করা হয়েছে।
