আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রিসের উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার

আমার দেশ অনলাইন

গ্রিসের উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার
ছবি: আরব নিউজ

গ্রিসের উপকূল থেকে ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করেছেন দেশটির উপকূলরক্ষীরা। শনিবার ক্রিট দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে এই অঞ্চলে সমুদ্র থেকে ৮৪০ অভিবাসীকে উদ্ধার করা হলো। খবর আরব নিউজের।

তবে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তাদের সবাইকে গাভডোসে নিয়ে যাওয়া হয়েছে। লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর চেষ্টাকালে অনেকে নৌকা ডুবে মারা যায়।

বিজ্ঞাপন

এরআগে ডিসেম্বরের শুরুতে, ক্রিট উপকূলে নৌকা ডুবে ১৭ জন মারা যায়। নিহতদের মধ্যে বেশিরভাগই সুদানী বা মিশরীয় ছিলেন। এছাড়া আরো ১৫ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। নৌকা ডুবির পর মাত্র দুইজন বেঁচে যান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানান, বছরের শুরু থেকে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ১৬ হাজার ৭৭০ জনেরও বেশি মানুষ ক্রিটে পৌঁছেছেন।

জুলাই মাসে গ্রিসের রক্ষণশীল সরকার তিন মাসের জন্য আশ্রয় আবেদনের প্রক্রিয়া স্থগিত করে, বিশেষ করে লিবিয়া থেকে আসা অভিবাসীদের।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন