মাত্র দুই ঘণ্টার ঝটিকা সফরে ভারতে এলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গতকাল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরেই রেড কার্পেট সংবর্ধনা ও গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয় আমিরাতের প্রেসিডেন্টকে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই এই স্বল্প সময়ের সফরে ভারতে আসেন শেখ মুহাম্মদ। সফর সংক্ষিপ্ত হলেও কূটনৈতিক দিক থেকে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত ও ইউএই-র সহযোগিতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সফরকালে একটি গাড়িতে পাশাপাশি বসে হাসিমুখে প্রধানমন্ত্রী মোদি ও ইউএই প্রেসিডেন্টের ছবি প্রকাশ্যে আসে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

