আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহোরের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহোরের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
ছবি: মিডল ইস্ট আই

সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এসডিএফ যদি সত্যিই ভেঙে যায়, তাহলে মার্কিন সেনাদের সিরিয়ায় থাকার প্রয়োজন হবে না।

সিরিয়ায় ৮০০ থেকে ১০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসডিএফ ও সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে লড়াই মার্কিন সেনাদের ঝুঁকির মুখে ফেলেছে।

বিজ্ঞাপন

এই অভিযান ১৪ বছরের গৃহযুদ্ধের সময় গঠিত মিলিশিয়াদের নিরস্ত্র করা এবং যোদ্ধাদের জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেওয়া প্রচেষ্টার অংশ।

কর্মকর্তারা আরো জানান, সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাজ করা ঠিক হবে না, কারণ বাহিনীর অনেকে ‘জিহাদিদের’ প্রতি সহানুভূতিশীল এবং এতে কুর্দি ও দ্রুজ সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালিয়েছে এমন কর্মী রয়েছে।

একসময় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল এসডিএফ। তুরস্কে যারা শারার ক্ষমতায় আসার পেছনের চালিকাশক্তি ছিল, তারা এসডিএফকে পিকেকের একটি শাখা হিসেবে দেখে থাকে। আংকারা ও ওয়াশিংটন উভয়েই এসডিএফকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন