আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

আমার দেশ অনলাইন

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজির ড্রোন হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আল-নাশওয়া মহল্লার একটি ঘোড়ার খামার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে নারী, শিশুসহ আরো অনেকে আহত হন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মঙ্গলবার সিরিয়া সরকার জানায়, তারা ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। ওয়াইপিজি হল পিকেকের সিরিয়ান শাখা। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনী নিজেদের অবস্থান দৃঢ় করার পর সরকারের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানায় সিরিয়ার সেনাবাহিনী ।

সিরিয়ার সেনাবাহিনী আরো জানায়, রাষ্ট্রের সঙ্গে কুর্দিদের একীভূত করার প্রচেষ্টার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষামন্ত্রীর সহকারী হিসেবে ভূমিকা পালনে একজন প্রার্থীর নাম দিতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন