আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বহরে বোমা হামলা, নিহত ৫

আমার দেশ অনলাইন

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বহরে বোমা হামলা, নিহত ৫

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে সৌদি আরব-সমর্থিত একটি সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠীর বহর লক্ষ করে চালানো বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামদি শুকরি আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার ইয়েমেনের সৌদি-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এক বিবৃতিতে জানায়, হামলায় সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্য নিহত এবং আরও তিনজন আহত হন। ইয়েমেনি বার্তা সংস্থা সাবা বিবৃতিটি প্রকাশ করে।

নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, এডেন শহরের উত্তরে জা’আওলা এলাকায় রাস্তার পাশে রাখা একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়, ঠিক সেই সময় দ্বিতীয় জায়ান্টস ব্রিগেডের কমান্ডার হামদি শুকরির বহর ওই পথ দিয়ে যাচ্ছিল।

হামলায় শুকরি প্রাণে বেঁচে গেলেও একটি চিকিৎসা সূত্র জানায়, তার পায়ে শ্রাপনেলের আঘাত লেগেছে। আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সম্প্রতি দক্ষিণ ইয়েমেনে সরকারপন্থি বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনা ও সংঘর্ষের মধ্যেই এ ঘটনা ঘটল।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে ইয়েমেনি নিরাপত্তা বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। একই সঙ্গে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাসও এই হামলাকে “উসকানিমূলক ও অযৌক্তিক” বলে নিন্দা জানিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন