পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) এ ঘটনা ঘটে।
আইএসপিআরের দাবি, নিহতরা ‘ভারতীয় প্রক্সি সংগঠন ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর অভিযান চালায় এবং তীব্র গোলাগুলির পর স্থানীয় কমান্ডার ফারুক ওরফে সোরোসহ আদিল ও ওয়াসিম নিহত হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে। ‘আজমে ইস্তেহকাম’ কৌশলের আওতায় বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান চলবে বলেও প্রতিশ্রুতি দেয় আইএসপিআর।
এদিকে জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ এসব ঘটনার বেশি প্রভাব অনুভব করছে।
এর আগে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করেছে, যাতে ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
সূত্র: দ্য ডন
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

