
আজাদুল আদনান

জুলাই বিপ্লবের সময় হতাহতদের বড় একটি অংশকে যে কয়টি সরকারি হাসপাতালে নেওয়া হয়, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল তার মধ্যে একটি। হাসপাতালের তথ্যমতে, এখানে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন শতাধিক আহত এবং ৪৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়। তবে ভিন্ন কথা বলছেন বিপ্লবের উত্তাল সময়ে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক ও নার্সরা। প্রকৃত হতাহতের সংখ্যা হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি বলে জানাচ্ছেন তারা।
চিকিৎসক ও নার্সদের অভিযোগ, তৎকালীন আওয়ামীপন্থি হাসপাতাল পরিচালক ডা. শফিউর রহমান সরকারের নির্দেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করতে নিবন্ধন বইয়ের বহু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। পাশাপাশি নতুন নিবন্ধন বইও গায়েব করেন। শেখ হাসিনা সরকারের নির্দেশে এমন ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েন তিনি। বিভিন্ন প্রতিবন্ধকতার পরও অধিকাংশ চিকিৎসক যখন আহতদের চিকিৎসাসেবা দিতে ব্যস্ত ছিলেন, তখন হতাহতদের তথ্য গোপনে মরিয়া ছিলেন তিনি। তাকে সহযোগিতা করেন হাসপাতালে থাকা আওয়ামীপন্থি বেশ কয়েকজন চিকিৎসক।
অভিযোগ উঠেছে, জুলাই বিপ্লবের পর এসব অপকর্মের দায়ে শাস্তি হওয়ার কথা থাকলেও বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে স্বপদে টিকে থাকেন ডা. শফিউর। তবে শেষরক্ষা হয়নি। চলতি বছরের ১০ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে (বিআইবিএম) যুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই বিপ্লবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে বেশি হতাহত আসতে শুরু করে ১৮ জুলাই থেকে। ওই সময় দায়িত্ব পালন করা সার্জারি ও অ্যানেসথেসিয়া বিভাগের আট চিকিৎসক, তিন নার্স এবং দুজন ওয়ার্ডবয়ের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, ঢাকা মহানগর ও আশপাশের জেলাগুলো থেকে ১৮ জুলাই শতাধিক ব্যক্তিকে মৃত ও আহতাবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়। আহতদের একটি অংশ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি (ওসেক) বিভাগে আনার পরপরই মারা যান। কারো মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকতেই আবার অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ১৯ জুলাই মৃত অবস্থায় আনা হয় ৩৩ জনকে। আহত অবস্থায় যাদের ২৫ থেকে ৩০ জনের মৃত্যু হয়। ওই দিন ওসেক, ক্যাজুয়ালটি এবং ইনডোরে ভর্তি থাকা অবস্থায় প্রায় ৬০ জনের মৃত্যু হয়। ২০ জুলাই এক শিফটেই ২০ জনের অধিকের লাশ আনা হয়।
চিকিৎসক ও নার্সরা আরো জানান, জুলাইয়ে হতাহতের যে স্রোত ছিল, আগস্টের শুরুতে সেটি আরো তীব্র আকার ধারণ করে। ৫ আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিন ১২ থেকে ১৫ জনের লাশ এসেছে হাসপাতালে। সে হিসাবে লাশের সংখ্যা দেড়শর মতো হয়। কিন্তু কর্তৃপক্ষ লাশের হিসাব দিয়েছে এর তিনভাগের একভাগ। ফলে কর্তৃপক্ষ যে তালিকা করে তা নিয়ে চিকিৎসক ও নার্সদের মধ্যে সন্দেহ তৈরি হয়।
জুলাই বিপ্লবের সময় হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রেইনি ডাক্তার আমার দেশকে বলেন, ‘হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হয়েছে এটি কোনোভাবেই সত্য নয়। কারণ, চারদিক থেকে হতাহতের স্রোত আসছিল, কোথাও জায়গা দেওয়ার অবস্থা ছিল না। ফ্লোরে ফ্লোরে আহত ও লাশের মিছিল। বিশেষ করে ১৮ জুলাই থেকে এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এসব হতাহতের অধিকাংশের নাম ও ন্যূনতম পরিচয় যতটুকু পারা যায় নিবন্ধন বইয়ে লিখে রাখা হয়েছিল। নিবন্ধন বই বা রেজিস্ট্রার হচ্ছে এক ধরনের নথি যেখানে রোগীর পরিচয়, রোগের ইতিহাস, চিকিৎসা এবং প্রদত্ত ওষুধের তথ্য তারিখসহ লিখে রাখা হয়। অনেকেই পরবর্তী সময়ে ঝামেলা এড়াতে পরিচয় তালিকাভুক্ত করা ছাড়াই চলে যান। তবে ভর্তি রোগীদের তথ্য রেকর্ডভুক্ত হয়। সেই তালিকার কার্বন কপি আমাদের কাছে থাকলেও সেটি স্যাররা নিয়ে নেয়। পরে সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি।’
ওই চিকিৎসক আরো বলেন, ‘ভর্তিদের ডেডিকেটেড ইউনিট ছিল ৪২১ নম্বর ওয়ার্ড। ১৮ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সেখানে ১৮০ থেকে ২০০ জন ভর্তি ছিল। এর মধ্যে দৈনিক ২ থেকে ৩ জন করে মারা গেছেন।’
জুলাই বিপ্লবের শুরু থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পর পর্যন্ত ক্যাজুয়ালটি বিভাগে দায়িত্ব পালন করা আরেক চিকিৎসক আমার দেশকে বলেন, ‘১৯ জুলাই মোহাম্মদপুরে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্বে ছিলাম। সেদিন অন্তত ৫০টি লাশ এসেছে। এর মধ্যে খুব কমসংখ্যকের লাশের নাম, পরিচয় নথিভুক্ত করা হয়। অনেকের তথ্য নথিভুক্ত করা হলেও সেই তথ্য কোথায় গেছে তা অজানা। ওই দিন সার্জারি বিভাগে দুপুর ২টা পর্যন্ত চার থেকে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। কিন্তু এরপর দুই ঘণ্টার মধ্যেই প্রায় অর্ধশত গুলিবিদ্ধ আহতকে এখানে ভর্তি করা হয়। যাদের অধিকাংশের অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। ৪২০ ও ৪২১ ওয়ার্ড মিলে ১০০ শয্যাতে অন্তত ৫শ আহতকে ভর্তি করা হয় ৫ আগস্টের আগ পর্যন্ত। সেই তথ্য গেল কোথায়? এ ছাড়া ক্যাজুয়ালটিতে আসা রোগীদের তথ্য তো আছেই। সব মিলিয়ে অন্তত এক হাজার ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। কিছুক্ষেত্রে ঝামেলা এড়াতে অনেকেই নিজেদের তথ্য দেননি। তবে অধিকাংশের তথ্য নিবন্ধন বইতে ছিল। ফলে সরকারের চাপ বা পরিচালকের নিজের স্বার্থ—যেটাই হোক, তথ্য গোপন করা হয়েছে এটি শতভাগ নিশ্চিত।’
তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর পরিচালকের কাছে বিষয়গুলো জানতে চাইলে ট্রেইনি ডাক্তাররা এসব বিষয় নিয়ে কথা বলতে পারে না বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরিচালকের এসব অপকর্মে সহযোগিতা করেন আওয়ামীপন্থি ক্লিনিক্যাল অ্যাসিসটেন্ট ডা. তানজিদ ও ডা. জ্যোতি। অন্য চিকিৎসকরা যখন চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল, তখন তারা আসেননি। আবার যারা চিকিৎসা দিয়েছেন তাদের বিএনপি-জামায়াত হিসেবে ট্যাগ দেওয়া হতো।’
এই চিকিৎসক আরো বলেন, ‘হাসিনা না পালালে আমাদের মতো বহু চিকিৎসকের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের দরজা হয়তো চিরদিনের জন্য বন্ধ হয়ে যেত। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, ৫ আগস্টের পর বিএনপি-জামায়াতপন্থি চিকিৎসকদের নানা সুযোগ-সুবিধা দিয়ে টিকে ছিলেন পরিচালক, এটাই তার হাতিয়ার।’
অভিযোগ রয়েছে, জুলাই বিপ্লবের সময় বিপ্লবীদের চিকিৎসা দেওয়া বহু চিকিৎসককে বিএনপি-জামায়াত ট্যাগ দেন ক্লিনিক্যাল অ্যাসিসটেন্ট ডা. সৈয়দ তানজিদুল ইসলাম। এ বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিভাগ পরিবর্তন করে লঘু শাস্তি দেওয়া হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, ‘জুলাইয়ে ৪২০ নম্বর ওয়ার্ড ডেডিকেটেড ছিল। আমি সেখানে সহকারী রেজিস্ট্রার ছিলাম। আমি কাউকে কোনো ট্যাগ দিইনি। ওই সময় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। পরে আমাকে এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি করা হয়েছে।’
ওসেকে দায়িত্ব পালন করা একজন সিনিয়র নার্স আমার দেশকে বলেন, ‘ওসেকে যেসব আহত এসেছে তার সর্বোচ্চ ২০ শতাংশকে সেবা দিতে পেরেছি আমরা। অনেকের নাম রেকর্ড করার মতো পরিস্থিতিও ছিল না। তারপরও সরকারি হাসপাতাল হওয়ায় যতটুকু পারা যায় তা আমরা করার চেষ্টা করেছি। কিন্তু সরকারের চাপে হাসপাতালের পরিচালক নিবন্ধন বইয়ের বহু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এমনকি নতুন একটি বই দেওয়া হয়েছিল। সেখানেও অনেক রোগীর পরিচয় থাকলেও সেটি পরবর্তী সময়ে গায়েব করা হয়।’
এই নার্স আরো বলেন, ‘পরিচালক নিজে উপস্থিত থেকে এগুলো করেছেন। এতে সহায়তা করেন সেবা তত্ত্বাবধায়ক শাহনেওয়াজ পারভীন।’
এই নার্সের কথার সত্যতা মেলে অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিন খানের দেওয়া তথ্যে। তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা। আমার দেশকে তিনি বলেন, ‘হতাহতদের চিকিৎসা দিতে গিয়ে বিএনপি করি বলে বাধা দেওয়া হয়েছে। পরিচালক নিজে রোগী নিবন্ধন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হয়েছে এটি সঠিক নয়। আহতদের সংখ্যাটা সহস্রাধিক না হলেও কাছাকাছি হবে। মৃত্যুর সংখ্যাও যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি ছিল।’
সার্জারি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী অধ্যাপক বলেন, ‘যে হারে লাশ আর আহত আসছিল তাতে চিকিৎসকদের পাগল হওয়ার মতো অবস্থা ছিল। গুলিবিদ্ধ হয়ে আসাদের অনেকে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন। চিকিৎসা শুরুর আগেও অনেকের মৃত্যু হয়েছে। এগুলোর তালিকা থাকার কথা। তবে হাসপাতাল যে তথ্য দিয়েছে এতে গরমিল রয়েছে।’
সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস এম কামরুল আক্তার সঞ্জু। তিনি আওয়ামীপন্থি চিকিৎসক হিসেবে পরিচিত। আমার দেশকে তিনি বলেন, ‘শত শত আহত ব্যক্তি চতুর্দিক থেকে আসছিল। কোনো দিকে তাকানোর মতো সময় ছিল না। আমার কক্ষের সোফাতেই তিন দিন ছিলাম। অনেকের অস্ত্রোপচার খুব জরুরি ছিল কিন্তু করা হয়নি সে সময়। কারণ তাদের চেয়ে গুরুতর আহতদের বাঁচানোটা জরুরি ছিল।’
তথ্য গোপন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সেবা নিয়ে ব্যস্ত থাকায় তথ্য গোপন হয়েছে কিনা জানি না। সরকার থেকে চাপ থেকে থাকলে সেটি প্রশাসনিক পর্যায়ে হতে পারে।’
তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সোহরাওয়ার্দী হাসপাতালের তৎকালীন পরিচালক ডা. শফিউর রহমান। আমার দেশকে তিনি বলেন, ‘মন্ত্রণালয় মনোনীত কমিটি তথ্যগুলো যাচাই-বাছাই করেছে। সব ডকুমেন্টসও যথাযথভাবে সংরক্ষিত আছে। এখানে আমার তথ্য গোপন করে লাভ কি? অফিসিয়ালি নতুন পরিচালককে সব তথ্য বুঝিয়ে দিয়ে এসেছি। ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করায় যাদের আনন্দ হয় তারাই এগুলো বলছেন।’
সেবা তত্ত্বাবধায়ক শাহনেওয়াজ পারভীন এ ধরনের কার্যক্রমে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, এখানে পরিচালকই সবকিছু। উনি যেভাবে বলেছেন সেভাবেই আমরা সেবা দিয়েছি। তথ্য গোপন হয়েছে কিনা এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর আমার দেশকে বলেন, ‘তথ্য গোপনের বিষয়টি স্পর্শকাতর। এটি নিয়ে ইতোমধ্যে সেখানকার স্বাস্থ্য প্রতিনিধি কাজ করছেন। শুধু সোহরাওয়ার্দী হাসপাতাল নয়, অনেক জায়গাতেই তথ্য-প্রমাণ ধ্বংস করা হয়েছে। এর সঙ্গে তৎকালীন যারা হাসপাতালের প্রশাসনের দায়িত্বে ছিলেন তাদের দায় আছে। সেটি তারা বাধ্য হয়ে নাকি ইচ্ছাকৃতভাবে করেছেন তা খতিয়ে দেখতে হবে।’
জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান আমার দেশকে বলেন, ‘এটি যদি ঘটে থাকে তবে তা অপরাধ। কিন্তু বিষয়টি এখনো আমাদের কাছে আসেনি। হাসপাতালের কেউ কিংবা ভুক্তভোগীরা আবেদন জানালে মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে দেখবে।’

জুলাই বিপ্লবের সময় হতাহতদের বড় একটি অংশকে যে কয়টি সরকারি হাসপাতালে নেওয়া হয়, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল তার মধ্যে একটি। হাসপাতালের তথ্যমতে, এখানে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন শতাধিক আহত এবং ৪৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়। তবে ভিন্ন কথা বলছেন বিপ্লবের উত্তাল সময়ে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক ও নার্সরা। প্রকৃত হতাহতের সংখ্যা হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি বলে জানাচ্ছেন তারা।
চিকিৎসক ও নার্সদের অভিযোগ, তৎকালীন আওয়ামীপন্থি হাসপাতাল পরিচালক ডা. শফিউর রহমান সরকারের নির্দেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করতে নিবন্ধন বইয়ের বহু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। পাশাপাশি নতুন নিবন্ধন বইও গায়েব করেন। শেখ হাসিনা সরকারের নির্দেশে এমন ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েন তিনি। বিভিন্ন প্রতিবন্ধকতার পরও অধিকাংশ চিকিৎসক যখন আহতদের চিকিৎসাসেবা দিতে ব্যস্ত ছিলেন, তখন হতাহতদের তথ্য গোপনে মরিয়া ছিলেন তিনি। তাকে সহযোগিতা করেন হাসপাতালে থাকা আওয়ামীপন্থি বেশ কয়েকজন চিকিৎসক।
অভিযোগ উঠেছে, জুলাই বিপ্লবের পর এসব অপকর্মের দায়ে শাস্তি হওয়ার কথা থাকলেও বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে স্বপদে টিকে থাকেন ডা. শফিউর। তবে শেষরক্ষা হয়নি। চলতি বছরের ১০ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে (বিআইবিএম) যুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই বিপ্লবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে বেশি হতাহত আসতে শুরু করে ১৮ জুলাই থেকে। ওই সময় দায়িত্ব পালন করা সার্জারি ও অ্যানেসথেসিয়া বিভাগের আট চিকিৎসক, তিন নার্স এবং দুজন ওয়ার্ডবয়ের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, ঢাকা মহানগর ও আশপাশের জেলাগুলো থেকে ১৮ জুলাই শতাধিক ব্যক্তিকে মৃত ও আহতাবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়। আহতদের একটি অংশ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি (ওসেক) বিভাগে আনার পরপরই মারা যান। কারো মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকতেই আবার অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ১৯ জুলাই মৃত অবস্থায় আনা হয় ৩৩ জনকে। আহত অবস্থায় যাদের ২৫ থেকে ৩০ জনের মৃত্যু হয়। ওই দিন ওসেক, ক্যাজুয়ালটি এবং ইনডোরে ভর্তি থাকা অবস্থায় প্রায় ৬০ জনের মৃত্যু হয়। ২০ জুলাই এক শিফটেই ২০ জনের অধিকের লাশ আনা হয়।
চিকিৎসক ও নার্সরা আরো জানান, জুলাইয়ে হতাহতের যে স্রোত ছিল, আগস্টের শুরুতে সেটি আরো তীব্র আকার ধারণ করে। ৫ আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিন ১২ থেকে ১৫ জনের লাশ এসেছে হাসপাতালে। সে হিসাবে লাশের সংখ্যা দেড়শর মতো হয়। কিন্তু কর্তৃপক্ষ লাশের হিসাব দিয়েছে এর তিনভাগের একভাগ। ফলে কর্তৃপক্ষ যে তালিকা করে তা নিয়ে চিকিৎসক ও নার্সদের মধ্যে সন্দেহ তৈরি হয়।
জুলাই বিপ্লবের সময় হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রেইনি ডাক্তার আমার দেশকে বলেন, ‘হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হয়েছে এটি কোনোভাবেই সত্য নয়। কারণ, চারদিক থেকে হতাহতের স্রোত আসছিল, কোথাও জায়গা দেওয়ার অবস্থা ছিল না। ফ্লোরে ফ্লোরে আহত ও লাশের মিছিল। বিশেষ করে ১৮ জুলাই থেকে এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এসব হতাহতের অধিকাংশের নাম ও ন্যূনতম পরিচয় যতটুকু পারা যায় নিবন্ধন বইয়ে লিখে রাখা হয়েছিল। নিবন্ধন বই বা রেজিস্ট্রার হচ্ছে এক ধরনের নথি যেখানে রোগীর পরিচয়, রোগের ইতিহাস, চিকিৎসা এবং প্রদত্ত ওষুধের তথ্য তারিখসহ লিখে রাখা হয়। অনেকেই পরবর্তী সময়ে ঝামেলা এড়াতে পরিচয় তালিকাভুক্ত করা ছাড়াই চলে যান। তবে ভর্তি রোগীদের তথ্য রেকর্ডভুক্ত হয়। সেই তালিকার কার্বন কপি আমাদের কাছে থাকলেও সেটি স্যাররা নিয়ে নেয়। পরে সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি।’
ওই চিকিৎসক আরো বলেন, ‘ভর্তিদের ডেডিকেটেড ইউনিট ছিল ৪২১ নম্বর ওয়ার্ড। ১৮ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সেখানে ১৮০ থেকে ২০০ জন ভর্তি ছিল। এর মধ্যে দৈনিক ২ থেকে ৩ জন করে মারা গেছেন।’
জুলাই বিপ্লবের শুরু থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পর পর্যন্ত ক্যাজুয়ালটি বিভাগে দায়িত্ব পালন করা আরেক চিকিৎসক আমার দেশকে বলেন, ‘১৯ জুলাই মোহাম্মদপুরে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্বে ছিলাম। সেদিন অন্তত ৫০টি লাশ এসেছে। এর মধ্যে খুব কমসংখ্যকের লাশের নাম, পরিচয় নথিভুক্ত করা হয়। অনেকের তথ্য নথিভুক্ত করা হলেও সেই তথ্য কোথায় গেছে তা অজানা। ওই দিন সার্জারি বিভাগে দুপুর ২টা পর্যন্ত চার থেকে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। কিন্তু এরপর দুই ঘণ্টার মধ্যেই প্রায় অর্ধশত গুলিবিদ্ধ আহতকে এখানে ভর্তি করা হয়। যাদের অধিকাংশের অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। ৪২০ ও ৪২১ ওয়ার্ড মিলে ১০০ শয্যাতে অন্তত ৫শ আহতকে ভর্তি করা হয় ৫ আগস্টের আগ পর্যন্ত। সেই তথ্য গেল কোথায়? এ ছাড়া ক্যাজুয়ালটিতে আসা রোগীদের তথ্য তো আছেই। সব মিলিয়ে অন্তত এক হাজার ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। কিছুক্ষেত্রে ঝামেলা এড়াতে অনেকেই নিজেদের তথ্য দেননি। তবে অধিকাংশের তথ্য নিবন্ধন বইতে ছিল। ফলে সরকারের চাপ বা পরিচালকের নিজের স্বার্থ—যেটাই হোক, তথ্য গোপন করা হয়েছে এটি শতভাগ নিশ্চিত।’
তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর পরিচালকের কাছে বিষয়গুলো জানতে চাইলে ট্রেইনি ডাক্তাররা এসব বিষয় নিয়ে কথা বলতে পারে না বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরিচালকের এসব অপকর্মে সহযোগিতা করেন আওয়ামীপন্থি ক্লিনিক্যাল অ্যাসিসটেন্ট ডা. তানজিদ ও ডা. জ্যোতি। অন্য চিকিৎসকরা যখন চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল, তখন তারা আসেননি। আবার যারা চিকিৎসা দিয়েছেন তাদের বিএনপি-জামায়াত হিসেবে ট্যাগ দেওয়া হতো।’
এই চিকিৎসক আরো বলেন, ‘হাসিনা না পালালে আমাদের মতো বহু চিকিৎসকের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের দরজা হয়তো চিরদিনের জন্য বন্ধ হয়ে যেত। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, ৫ আগস্টের পর বিএনপি-জামায়াতপন্থি চিকিৎসকদের নানা সুযোগ-সুবিধা দিয়ে টিকে ছিলেন পরিচালক, এটাই তার হাতিয়ার।’
অভিযোগ রয়েছে, জুলাই বিপ্লবের সময় বিপ্লবীদের চিকিৎসা দেওয়া বহু চিকিৎসককে বিএনপি-জামায়াত ট্যাগ দেন ক্লিনিক্যাল অ্যাসিসটেন্ট ডা. সৈয়দ তানজিদুল ইসলাম। এ বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিভাগ পরিবর্তন করে লঘু শাস্তি দেওয়া হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, ‘জুলাইয়ে ৪২০ নম্বর ওয়ার্ড ডেডিকেটেড ছিল। আমি সেখানে সহকারী রেজিস্ট্রার ছিলাম। আমি কাউকে কোনো ট্যাগ দিইনি। ওই সময় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। পরে আমাকে এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি করা হয়েছে।’
ওসেকে দায়িত্ব পালন করা একজন সিনিয়র নার্স আমার দেশকে বলেন, ‘ওসেকে যেসব আহত এসেছে তার সর্বোচ্চ ২০ শতাংশকে সেবা দিতে পেরেছি আমরা। অনেকের নাম রেকর্ড করার মতো পরিস্থিতিও ছিল না। তারপরও সরকারি হাসপাতাল হওয়ায় যতটুকু পারা যায় তা আমরা করার চেষ্টা করেছি। কিন্তু সরকারের চাপে হাসপাতালের পরিচালক নিবন্ধন বইয়ের বহু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এমনকি নতুন একটি বই দেওয়া হয়েছিল। সেখানেও অনেক রোগীর পরিচয় থাকলেও সেটি পরবর্তী সময়ে গায়েব করা হয়।’
এই নার্স আরো বলেন, ‘পরিচালক নিজে উপস্থিত থেকে এগুলো করেছেন। এতে সহায়তা করেন সেবা তত্ত্বাবধায়ক শাহনেওয়াজ পারভীন।’
এই নার্সের কথার সত্যতা মেলে অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিন খানের দেওয়া তথ্যে। তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা। আমার দেশকে তিনি বলেন, ‘হতাহতদের চিকিৎসা দিতে গিয়ে বিএনপি করি বলে বাধা দেওয়া হয়েছে। পরিচালক নিজে রোগী নিবন্ধন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হয়েছে এটি সঠিক নয়। আহতদের সংখ্যাটা সহস্রাধিক না হলেও কাছাকাছি হবে। মৃত্যুর সংখ্যাও যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি ছিল।’
সার্জারি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী অধ্যাপক বলেন, ‘যে হারে লাশ আর আহত আসছিল তাতে চিকিৎসকদের পাগল হওয়ার মতো অবস্থা ছিল। গুলিবিদ্ধ হয়ে আসাদের অনেকে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন। চিকিৎসা শুরুর আগেও অনেকের মৃত্যু হয়েছে। এগুলোর তালিকা থাকার কথা। তবে হাসপাতাল যে তথ্য দিয়েছে এতে গরমিল রয়েছে।’
সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস এম কামরুল আক্তার সঞ্জু। তিনি আওয়ামীপন্থি চিকিৎসক হিসেবে পরিচিত। আমার দেশকে তিনি বলেন, ‘শত শত আহত ব্যক্তি চতুর্দিক থেকে আসছিল। কোনো দিকে তাকানোর মতো সময় ছিল না। আমার কক্ষের সোফাতেই তিন দিন ছিলাম। অনেকের অস্ত্রোপচার খুব জরুরি ছিল কিন্তু করা হয়নি সে সময়। কারণ তাদের চেয়ে গুরুতর আহতদের বাঁচানোটা জরুরি ছিল।’
তথ্য গোপন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সেবা নিয়ে ব্যস্ত থাকায় তথ্য গোপন হয়েছে কিনা জানি না। সরকার থেকে চাপ থেকে থাকলে সেটি প্রশাসনিক পর্যায়ে হতে পারে।’
তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সোহরাওয়ার্দী হাসপাতালের তৎকালীন পরিচালক ডা. শফিউর রহমান। আমার দেশকে তিনি বলেন, ‘মন্ত্রণালয় মনোনীত কমিটি তথ্যগুলো যাচাই-বাছাই করেছে। সব ডকুমেন্টসও যথাযথভাবে সংরক্ষিত আছে। এখানে আমার তথ্য গোপন করে লাভ কি? অফিসিয়ালি নতুন পরিচালককে সব তথ্য বুঝিয়ে দিয়ে এসেছি। ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করায় যাদের আনন্দ হয় তারাই এগুলো বলছেন।’
সেবা তত্ত্বাবধায়ক শাহনেওয়াজ পারভীন এ ধরনের কার্যক্রমে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, এখানে পরিচালকই সবকিছু। উনি যেভাবে বলেছেন সেভাবেই আমরা সেবা দিয়েছি। তথ্য গোপন হয়েছে কিনা এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর আমার দেশকে বলেন, ‘তথ্য গোপনের বিষয়টি স্পর্শকাতর। এটি নিয়ে ইতোমধ্যে সেখানকার স্বাস্থ্য প্রতিনিধি কাজ করছেন। শুধু সোহরাওয়ার্দী হাসপাতাল নয়, অনেক জায়গাতেই তথ্য-প্রমাণ ধ্বংস করা হয়েছে। এর সঙ্গে তৎকালীন যারা হাসপাতালের প্রশাসনের দায়িত্বে ছিলেন তাদের দায় আছে। সেটি তারা বাধ্য হয়ে নাকি ইচ্ছাকৃতভাবে করেছেন তা খতিয়ে দেখতে হবে।’
জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান আমার দেশকে বলেন, ‘এটি যদি ঘটে থাকে তবে তা অপরাধ। কিন্তু বিষয়টি এখনো আমাদের কাছে আসেনি। হাসপাতালের কেউ কিংবা ভুক্তভোগীরা আবেদন জানালে মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে দেখবে।’

পাকিস্তান বাংলাদেশে তাদের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ নতুন বৃত্তি দেওয়ার প্রস্তাবও করা হয়েছে ইসলামাবাদের পক্ষ থেকে।
১০ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৯ মাস থেকে ১৫ বছর বয়সি মোট চার কোটি ৯০ লাখ শিশু এ কর্মসূচির আওতায় আসবে। সরকার বলছে, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদিত ও নিরাপদ টিকা। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী টিকার ক্লিনিক্যাল কার্যকারিতা ডেটা ও লং টার্ম কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশ-বিদেশে
১ দিন আগে
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এখন কোথায়? তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের কাছেও তার বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই। তবে ইতোমধ্যে তিনি স্বামীসহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে (ভারতে) আশ্রয় নিয়েছেন-এমন গুঞ্জন রয়েছে।
১ দিন আগে
নাজমুল হুদা খান এ ব্যাপারে জানান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী এ চুরির সঙ্গে জড়িত। তিনি বলেন, আমি প্রায়ই অজ্ঞাত ফোনে প্রাণনাশের হুমকি পাই। আমি গরিব মানুষ, এই চাকরিতেই সংসার চলে। তাই ভয়ে চুপ থাকি।
৩ দিন আগে