
মুহাম্মদ আল বাহলুল Daily Amar Desh-এর Sub Editor। তিনি জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংকট, বৈশ্বিক রাজনীতি এবং মানবিক বিপর্যয় নিয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেন। তার লেখায় বৈজ্ঞানিক তথ্য, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয় দেখা যায়।

পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের মাত্রা বর্তমানের মতোই উচ্চহারে অব্যাহত থাকলে আটলান্টিক মহাসাগরে প্রবহমান স্রোত আগামী ২১০০ সাল নাগাদ বন্ধ হয়ে যাবে। এর জেরে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বড় একটি অংশে শীত আরো তীব্র ও গ্রীষ্ম শুষ্কতর হবে।

ফিলিস্তিনের গাজা শহরের আল-জায়তুন মহল্লায় ছিল আদ-দুস পরিবারের বাস। বৃদ্ধ আওনি আদ-দুস ও তার স্ত্রী ইবতিসাম থাকতেন তাদের ছেলে আদিলের পরিবারের সঙ্গে। আদিলের পরিবারে ছিল তার স্ত্রী ইলহাম ও তাদের পাঁচ সন্তান।