ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৯: ৫৫

নিখোঁজের পাঁচ দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈকুন্ঠপুর ভেড়াদহ ব্রিজের খালের কচুরিপানার ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর বাজার থেকে চাচা-ভাতিজা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ১৭ মার্চ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের পাঁচ দিন পর বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা বৈকুন্ঠপুর ব্রিজের ভেড়াদহ খালে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত