
নিখোঁজের পরদিন বালুর গর্ত থেকে মিললো দুই শিশুর লাশ
অনেক খোঁজাখুঁজির পর পরদিন দুপুর ২টার দিকে বাড়ির পাশে বালুর পয়েন্টে নেমে খোঁজ করতে নামলে মারুফ মিয়ার মরদেহ পাওয়া যায়। তার গলায় বাঁধা ছিল রশি ও বোতল। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লোকজন আব্দুর রহমান নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করে।















