শৌচাগারে মিলল কিশোরীর ঝুলন্ত লাশ

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে জোনাকি আক্তার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। জোনাকি একই গ্রামের জমির মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

জগন্নাথপুর থানার এসআই রিফাত সিকদার বলেন, সকালে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন জোনাকি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খুঁজতে বের হন মা। একপর্যায়ে বাড়ির শৌচাগারের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন তিনি। পরে খবর দিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মেয়েটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত