কক্সবাজারের মহেশখালীতে শ্বশুরবাড়ি থেকে জেমি আক্তার নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট বিলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জেমি একই ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মোহাম্মদ কাসেমের মেয়ে ও দক্ষিণ রাজঘাট বিলপাড়া এলাকার প্রবাসী পারভেজের স্ত্রী।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

