নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠল ভাই-বোনের লাশ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২২

মাদারীপুরে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর ভাই-বোনের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার শহরের তরমুগুরিয়া এলাকার কুমার নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলো- বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের ১২ বছর বয়সী মেয়ে কুলসুম আক্তার ও সাত বছরের ছেলে মিরাজ মাতুব্বর। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, পরিবার নিয়ে তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন। প্রতিদিনের মতো ভাঙারি কেনাবেচার কাজে বের হন তিনি। আর ঘরের কাজে ব্যস্ত ছিলেন তার স্ত্রী। এ সুযোগে ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে ফিরেই পাশের কুমার নদীতে গোসলে যায় কুলসুম ও মিরাজ।

দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। কিন্তু কোনো সন্ধান মেলেনি। শনিবার সকালে তাদের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। তবে পরিবার চাইলে ময়নাতদন্ত করা হবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত