আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালের ৬টি আসনে ১৯ মনোনয়ন ফরম সংগ্রহ

বরিশাল অফিস

বরিশালের ৬টি আসনে ১৯ মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশালের ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ১৮ জন প্রার্থী ১৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার দুপুর ২ টায় বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট ১৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

বরিশালের ৬টি আসনের মধ্যে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদি এবং নাগরিক ঐক্যের প্রার্থী মো. স্বপন সরদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ আসনের জামাত মনোনীত প্রার্থী এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেন নি।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী শিল্পপতি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর তরিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মন্নান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ আসনে এখনো জামায়াতে ইসলাম ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন নি।

এদিকে বরিশাল-৪ মুলাদী-মেহেন্দিগঞ্জ) সংসদীয় আসনে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোন প্রার্থী কোন মনোনয়নপত্র সংগ্রহ করেন নি।

বরিশালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।

এছাড়া বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী আবুল হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহমুদুন্নবী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম এবং মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...