আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের সংবর্ধনা

ঢাকায় যাবে পিরোজপুরের ৩০ হাজার বিএনপি নেতা-কর্মী

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ঢাকায় যাবে পিরোজপুরের ৩০ হাজার বিএনপি নেতা-কর্মী

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় আয়োজিত তার সংবর্ধনায় অংশ নিতে যাবে পিরোজপুর জেলা বিএনপির ৩০ হাজার নেতা-কর্মী।

বিজ্ঞাপন

এ জন্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলার সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহবায়ক করে গঠন করা হয়েছে প্রস্তুতি কমিটি।

আলমগীর হোসেন জানান, পিরোজপুরের সাতটি উপজেলা থেকে অন্তত ৩০ হাজার নেতা-কর্মী তারুণ্যের প্রতীক তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন। জানান, দুশতাধিক বাস এবং ৬ টি বিশালাকৃতির লঞ্চ বহর যথা সময়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তাঁকে বরণ করার খবরে এখানকার নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত।

জেলা বিএনপির সদস্য-সচিব সাঈদুল ইসলাম কিসমত জানান, তারেক রহমানকে বরণ করতে বিএনপির কর্মী-সমর্থকরা ২৪ ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুরের হুলারহাট নদীবন্দর থেকে লঞ্চ যোগে এবং ২৫ ডিসেম্বর খুব ভোরে জেলা শহর ও উপজেলাগুলো থেকে ঢাকায় রওনা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...