রংপুরে র্যাব ১৩র অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামিকে শনিবার ঢাকার পল্লবী থেকে আটক করে সোমবার ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
রংপুরে র্যাব ১৩র মিডিয়া জোনের সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অক্টোবরের ২৭ তারিখ সকালে ট্রাক্টর চালক ভিকটিম সোহেল রানাকে আসামি হাফিজুর রহমান মোটরসাইকেল চোর সন্দেহে আটক করে অপহরণ করে অজ্ঞাতনামা চা-বিস্কুটের দোকানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের হাত-পা বেঁধে ধৃত আসামি ও সহযোগীরা মিলে ভিকটিমকে মারপিট করে রক্তাক্ত ও জখম করে বৈদ্যুতিক শক দিলে ভিকটিম গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। ভিকটিম সময়মত বাড়ীতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ধৃত আসামি ও অজ্ঞাতনামা আসামিগণ মুক্তিপণের দাবিতে ১০০ টাকা মূল্যের ৩টি অলিখিত সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ভিকটিমকে বাদীর কাছে বুঝিয়ে দেয়। বাদী ভিকটিমকে অসুস্থ ও মুমূর্ষু গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় সোহেল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুরের মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরো বলেন, র্যাব-১৩, রংপুর এবং র্যাব-৪, মিরপুর ক্যাম্পের যৌথ অভিযানে রোববার ৭ ডিসেম্বর গভীর রাতে ঢাকার পল্লবী থানার মাটিকাটা সড়কের সিরাজ আমেনা অটোমোবাইল সলিউশনের সামনে থেকে রংপুর জেলার মিঠাপুকুর থানার জলাইডাংগার পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. হাফিজুর রহমান (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার ৮ডিসেম্বর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

