আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভাঙ্গুড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের মৃত্যু
ছবি: আমার দেশ।

পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জানাযােষে জানাজা শেষে স্থানীয় মাহবুলা জান্নাতুল বাকি কবরস্থানে তাকে কবরস্থ করা হবে।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন