উপদেষ্টা রিজওয়ানার ওপর হামলার খবর চাউর, আসলে কী ঘটেছে?

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশ : ২৬ মে ২০২৫, ২০: ৪১
আপডেট : ২৬ মে ২০২৫, ২০: ৪৫
নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা, ইনসেটে গাড়ি ঘিরে ধরার ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি সত্য নয় বলে জানানো হয়েছে। তবে নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টার আগমন ঘিরে আসলে কী ঘটেছে; তা জানার চেষ্টা করেছে আমার দেশ।

বিজ্ঞাপন

জানা যায়, শেরপুরের নালিতাবাড়ীতে নতুন পর্যটন কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও স্থানীয় বন বিভাগ মুখোমুখি অবস্থানে রয়েছে। এমনই প্রেক্ষাপটে সোমবার স্থানটি পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

এদিন বেলা ১১টার দিকে পরিদর্শন শেষে গারোপাহাড়ে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করে বন্যহাতির অভয়ারণ্য তৈরির কথা জানান তিনি। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলারও নির্দেশ দেন স্থানীয় বন বিভাগকে। এ সময় পর্যটন কেন্দ্র নির্মাণের দাবিতে উপদেষ্টাকে ঘিরে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। কারণ বন বিভাগ পর্যটন কেন্দ্র নির্মাণের বিপক্ষে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ‘পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে’ এই শ্লোগানে শেরপুরের ব্র্যান্ডিং এগিয়ে নিতে ২০২৩ সালে জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি গারোপাহাড় এলাকায় ‘দাওধারা গারোপাহাড় পর্যটন কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা

প্রশাসন। এ লক্ষ্যে বন বিভাগের দখলে থাকা ২২৩ একর খাস জমি উদ্ধার করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক সাহেলা আক্তার। একই সাথে এখানে আদিবাসী কালচারাল একাডেমি স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

সম্প্রতি দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র এলাকায় দীর্ঘদিনের অবহেলিত কাঁচা রাস্তাটি পাকাকরণ ও পর্যটন কেন্দ্র এলাকায় বেঞ্চ, ছাতা এবং সিঁড়ি নির্মাণের কাজ শুরু করে উপজেলা প্রশাসন। বাস্তবায়নাধীন এ পর্যটন কেন্দ্র তৈরিতে বাধা হয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় স্থানীয় বন বিভাগ।

তাদের আপত্তির মুখে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পর্যন্ত বিষয়টি গড়ালে মন্ত্রণালয়ের নির্দেশে পর্যটন কেন্দ্রসহ রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখে উপজেলা প্রশাসন। পরে গত ১৩ মে সরেজমিনে পরিদর্শন করতে আসেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমা বেগম। ওই সময় স্থানীয় বন বিভাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়।

এমতাবস্থায় সোমবার সরেজমিনে পরিদর্শনে আসেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে গিয়ে রিজওয়ানা হাসান হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা এবং হাতির উপযোগী জায়গা চিহ্নিত করে অভয়ারণ্য গড়ে তোলা যায় কিনা- সে পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। পরে পরিবেশ উপদেষ্টা মধুটিলা ইকোপার্কে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যাওয়ার জন্য গাড়িতে উঠলে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবিতে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

এদিকে গণমাধ্যমকর্মীদের একের পর এক প্রশ্নের কারণে বন ও পরিবেশ উপদেষ্টার সাথে বন্যহাতির উপদ্রব নিয়ে নিজেদের সমস্যার কথা এবং পর্যটন কেন্দ্রের দাবি তুলে ধরতে না পারায় বিক্ষুব্ধ হন অনেকে। তারা উপদেষ্টার গাড়ি ঘিরে ধরেন। কিন্তু কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে একপর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হলে ৬ সাংবাদিক আহত হন।

এদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলা বিষয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এই খবরটি বিভ্রান্তিকর ও সত্যনির্ভর নয়।

প্রকৃত বিষয় হলো- আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীর দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পরে মধুটিলা রেঞ্জে দীর্ঘমেয়াদি বাগান এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

পরবর্তীতে তিনি মধুটিলাতে একটি জনসভা করেন। সেখানে তিনি হাতির আক্রমণে আহত-নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেন এবং হাতি-মানুষের দ্বন্দ্ব ও প্রাকৃতিক বন রক্ষার বিষয়ে মতবিনিময় করেন, যা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ছিল। এ সকল অনুষ্ঠানের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরবর্তীতে একটি স্থানে কয়েকজন সাংবাদিক ও ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জানা যায়, যার সাথে উপদেষ্টার সফর সম্পর্কিত নয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত