গাড়িচাপায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা, চালক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ২৮
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৩৯

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার ঘটনায় মামুন নামের আসামিকে গ্রেপ্তার করছে র‍্যাব। গ্রেপ্তারকৃত মামুন উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকার জহুর উদ্দিন মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

বুধবার র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাব সূত্রে জানায়,গত ৯ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা বালুরমাঠ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর খুলনাগামী লেনে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালীন হাইওয়ে পুলিশের ব্যবহৃত স্পিডগান মেশিনের মাধ্যমে একটি প্রাইভেটকারের অতিরিক্ত গতি ধরা পড়ে। এসময় ডিউটিরত পুলিশ টহলের একজন সদস্য গাড়িটিকে থামানোর সিগন্যাল দিলে প্রাইভেটকারের চালক গাড়ির গতি হালকা থামিয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় দ্রুত ও বেপরোয়া গতিতে নিয়ন্ত্রনহীনভাবে গাড়ি চালিয়ে কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে চাপা দেয়। পুলিশ সদস্যের ডান পা ভাঙ্গাসহ মাথায় রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় উক্ত পুলিশ সদস্যকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।

অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে শিবচর থেকে প্রাইভেটকার চালক লালমিয়া ওরফে মামুনকে গ্রেপ্তার করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত