বৃষ্টির হানায় পণ্ড হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বৃষ্টিতে পরিধি কমে ম্যাচ হয়ে যায় ৪৭ ওভারের। টস হেরে নিউজিল্যান্ড ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর মাঠে গড়ায়নি খেলা।
প্রথম ম্যাচে ভারতের কাছে হারায় বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। সুপার সিক্সের টিকিট কাটতে হলে ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১, যুক্তরাষ্ট্রেরও ১। তবে বাংলাদেশ এগিয়ে আছে নেট রান রেটে। বাংলাদেশের নেট রান রেট -০.৬২১, যুক্তরাষ্ট্রের -৩.১৪৪। দুই ম্যাচের দুটিই বাতিল হওয়ায় নিউজিল্যান্ডের সংগ্রহ ২ পয়েন্ট। অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে ভারত পৌঁছে গেছে সুপার সিক্সে। প্রতিটি গ্রুপ থেকে সুপার সিক্সে জায়গা করে নেবে ৩টি করে টিম।
সুপার সিক্সে নিজেদের নাম লিখলেও সেমিফাইনাল খেলার জন্য সমীকরণটা কঠিন হয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিদের। লিগ পর্ব পেরিয়ে সুপার সিক্সে খেলা গ্রুপসঙ্গীদের বিপক্ষে পাওয়া পয়েন্ট প্রতিটি দল পাবে সুপার সিক্সে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে মাত্র ১ পয়েন্ট। বিপরীতে ভারত ইংল্যান্ড পেতে পারে ৪ পয়েন্ট করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

