আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

হান্নান মাসউদের পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা ১০ দলীয় জোটের

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদের পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে হাতিয়া উপজেলা সদরে এনসিপির নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের শরিক দলগুলো এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে। একই সঙ্গে জামায়াত প্রার্থী নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম। জামায়াত নেতা শাব্বির আহমেদ তাফসীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এলডিপির প্রার্থী আবুল হোসেন মো. বাবুল, এনপিপির হাতিয়া উপজেলা আহবায়ক শামছল তিব্রিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের হাতিয়া উপজেলা সভাপতি মওলানা ইউনুছ সাইফী, খেলাফত আন্দোলনের হাতিয়া উপজেলা সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন।

এনসিপি প্রার্থী হান্নান মাসউদ বলেম, অতীতে যারা মানুষের ওপর অত্যাচার করেনি এবং কোন অন্যায়ের সাথে জড়িত ছিলো না তারা যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ইচ্ছা করেন তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন