আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিবগঞ্জে অবৈধ সিগারেট ফ্যাক্টরি সিলগালা, ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

শিবগঞ্জে অবৈধ সিগারেট ফ্যাক্টরি সিলগালা, ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের খয়রাপুকুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ সিগারেট ফ্যাক্টরি সিলগালা করে ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। তিনি আমার দেশকে বলেন, এই ফ্যাক্টরির মালিক একটি ব্রান্ডের আবেদন করে ১২ থেকে ১৪ প্রকারের নকল সিগারেট তৈরি করতো।

বিজ্ঞাপন

পরে সেনাবাহিনী বগুড়া সদর ক্যাম্পের অভিযানে ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ, ১৫ লাখ টাকার অবৈধ ব্যান্ড রোল এবং ১০ লাখ টাকার তামাক উদ্ধার করা হয়। এঘটনায় ৫ শ্রমিককে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ফ্যাক্টরিটি সিলগালা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...