ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৮: ৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে শুরু করে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

যানবাহনের চাপের সঙ্গে দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে পড়ার কারণে সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। তবে ভোরের দিকে যানজট তীব্র আকার ধারণ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। যানজটের সূচনা মূলত টোল প্লাজার অংশ থেকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত