রাসূল (সা.) কে নিয়ে কটুক্তি

রাখাল রাহা ও হাসান গালিবের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫৪

রাসূল (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের জনতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদি মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আশরাফ আলী সোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান রনি, মাহমুদুর হাসান নাদিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।

সাবেক র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপসহ সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সমাজের সব ক্ষেত্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তাগণ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত