আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক শামসুদ্দিনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, যশোর
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক শামসুদ্দিনের ইন্তেকাল

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সেনা শতবর্ষী মো. শামসুদ্দিন (১০১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে তিনি মারা যান।

শামসুদ্দিন বিশ্বাসের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে। ১৯২৪ সালের জুন তিনি ভারতের মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) জন্মগ্রহণ করেছিলেন।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।

১৯৪৭ সালের দেশভাগ হয়ে গেলে মো. শামসুদ্দিন যোগ দিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে। পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশে চলে আসেন। যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। এর কিছুকাল পর অবসরে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ যোদ্ধা।

তিনটি সেনাবাহিনীর দায়িত্ব পালন করা শামসুদ্দিনের দুই ছেলে, দুই মেয়ে। স্ত্রী জাহেদা খাতুন মারা গেছেন ১৯৯৯ সালে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন