পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে স্যালো ইঞ্জিনচালিত যাত্রীবাহী গাড়ি, ট্রাক ও ব্যাটারিচালিত রিকশার ত্রিমুখী সংঘর্ষে মোংলা মন্ডল (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার রাতে আরামবাড়িয়া এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোংলা মন্ডল ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের মৃত হাশেম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির ইপিজেডের একটি শ্যালো ইঞ্জিনচালিত যাত্রীবাহী গাড়ি হঠাৎ সামনে থাকা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং রিকশাচালক গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোংলা মন্ডলকে মৃত ঘোষণা করেন।
স্বামী হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী নিলুফা বেগম জানান, মাগরিবের আগে তাঁর স্বামী রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এশার নামাজের পর স্থানীয়দের কাছ থেকে স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা রিকশাটি থানায় নিয়ে এসেছে। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

