লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন ধরে আটকে থাকা ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য অবশেষে ভারতের অনুমতি পেয়ে বুড়িমারী স্থলবন্দর থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটানের দিকে রওনা দিয়েছে।
বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য নেওয়ার ৩ দিন পর অনুমোদন দেয় ভারতের কাস্টম কর্তৃপক্ষ। থাইল্যান্ড থেকে জাহাজে আসা ভুটানের পরীক্ষামূলক/ট্রানশিপমেন্ট পণ্যের প্রথম চালানটি ভুটানের দিকে রওনা দেয় ।
জানা যায় থাইল্যান্ডের ব্যাংককের আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড ৮ সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিংয়ের জন্য ছয় ধরনের পণ্য—ফলজুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু—কনটেইনারে পাঠায়। ল্যাম চ্যাবাং বন্দর থেকে ছাড়ানো ওই চালান ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছে। এর আগে , ২২ মার্চ ২০২৩ সালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। তার এক বছর পর, ২০২৪ সালের এপ্রিলে ভুটানে আয়োজিত দুই দেশের বাণিজ্য-সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়—বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলক-ভাবে দুটি ট্রানশিপমেন্ট চালান পাঠানো হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামে পৌঁছানো পণ্যের প্রথম কনটেইনারটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম ট্রেডিং করপোরেশন ২৮ নভেম্বর বিকেল ৪টায় বুড়িমারী স্থলবন্দরে পাঠায়। পরে ২৮ ও ২৯ নভেম্বর বুড়িমারীর সিঅ্যান্ডএফ এজেন্ট বেনকো লিমিটেড কয়েক দফা চেষ্টা করেও চালানটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করাতে ব্যর্থ হয় পরবর্তীতে ১ ডিসেম্বর ভারত কাস্টম কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে অনুমতি দেন ।
বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন বলেন, “চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালান বুড়িমারীতে তিনদিন ধরে আটকা ছিলো অনেকে চেষ্টার পর আজকে ভারত অনুমতি দেয়,সকল কার্যক্রম শেষ করে বিকাল ৫ টার দিকে ভুটানে উদ্দেশ্যে পাঠানো হয় ।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, ভুটানের ট্রানশিপমেন্ট কনটেইনারটি ভারতের অনুমতির নিয়ে প্রয়োজনীয় কাজ শেষ পাঠানো হয়।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, “ভুটানের পণ্যের চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারতীয় কাস্টমস থেকে অনুমতি আজকে দিয়েছে আমরা চালানটি ভুটানের পথে পাঠিয়েছি।

