আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

জেলা প্রতিনিধি, পিরোজপুর

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে
ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ২টি আসনে শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে একসাথে মনোনয়নপত্র দাখিল করেছেন।
পিরোজপুরের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু সাইদ এর কাছে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পিরোজপুর -১ আসনে মাসুদ সাঈদী ও পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময়ে তাদের সাথে ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও অন্যান্যরা।

বিজ্ঞাপন

দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসনে পরপর দুবার আওয়ামী লীগের শুধাংশু শেখর হাালদারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এবারের নির্বাচনে পিরোজপুর-১ আসনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীর দুইজনের মধ্যে অপর জন হলেন বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়া পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ছাড়াও ৫ জন প্রার্থী রয়েছেন। এ দুটি আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন