শ্রীপুরে ‘মিথ্যা’ মামলা হতে অব্যাহতির জন্য মায়ের সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০২: ২৫

গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের ‘মিথ্যা’ মামলা হতে ছেলে আল-আমিনের অব্যাহতি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মা হালিমা খাতুন।

শনিবার দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে অংশ নেন হালিমা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

হালিমা খাতুন বলেন, আমার ছেলের নামে যে মেয়েটি মামলা করেছে সে এলাকায় একটি খারাপ চরিত্রের মেয়ে। এসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে আমার ছেলেকে মুক্তি দিন।

সংবাদ সম্মেলনে আল-আমিনের স্ত্রী রাহেজা খাতুন বলেন, আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনকারী। আমি আমার দুই সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। আমার স্বামী যেন এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আল-আমিনের বড় বোন শিমু আক্তার বলেন, আমার ভাই নির্দোষ। তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানায় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়।

উল্লেখ্য, গত ৪ মে শরিফা নামের এক নারী আল-আমিনকে আসামি করে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত