নওগাঁর ধামইরহাট উপজেলার নিম্নবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থী মাছুমা আক্তার এ বছর দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ‘অর্থাভাবে অনিশ্চিত মাছুমার ডাক্তার হওয়ার স্বপ্ন’ শিরোনামে আমার দেশ-এ সংবাদ প্রকাশিত হওয়ার পর মাছুমার মেডিকেল কলেজে ভর্তিসহ সব দায়িত্ব নিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল।
মাছুমা আক্তার ধামইরহাট উপজেলার শিবরামপুর এলাকার রাজমিস্ত্রি মো. মতিয়ার রহমানের বড় মেয়ে। তিনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। মেধাবী শিক্ষার্থী মাছুমা আক্তার ২০২২ সালে এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি পাস করেন।
মাছুমার বাবা মতিয়ার রহমান বলেন, ‘আমি রাজমিস্ত্রির কাজ করে দুই মেয়ের লেখাপড়াসহ পরিবারের সব খরচ বহন করি। মেয়ের মেডিকেলে সুযোগ পাওয়ার পর আর্থিক দিক থেকে অনেকটা হতাশায় ছিলাম। শেষ পর্যায়ে জমি বিক্রি করে মেয়ের মেডিকেল পড়ালেখা খরচ চালানোর চিন্তাভাবনা করছিলাম। অবশেষে আমার দেশ-এ আমার মেয়ের কৃতিত্ব প্রকাশিত হয়। সেই সংবাদ দেখে একজন লেফটেন্যান্ট কর্নেল আমার মেয়ের ভর্তিসহ পড়ালেখার খরচ চালানোর জন্য সহযোগিতা করেছেন। তবে সেই ব্যক্তি তার নাম প্রকাশ করেননি। আমি তাকে, আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইসঙ্গে দৈনিক আমার দেশ-এর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
মাছুমা আক্তার জানান, আমার দেশ আমার খবর প্রকাশ করেছে। আমি চিরকৃতজ্ঞ সবার প্রতি। আমি আমার স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া কামনা করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

