ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী এবার যোগদান করলেন বিএনপিতে। রোববার বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খানের বাসভবনে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ ঘোষণা করার মধ্যে দিয়ে তিনি যোগদান করেন বিএনপিতে।
আওয়ামী লীগের রাজনীতির ধারাবাহিকতায় তিনি ভাঙ্গা সরকারি কেএম কলেজ সংসদের সাবেক জিএস ছিলেন। ভাঙ্গার সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে অন্যতম নীতি নির্ধারণী ভূমিকা পালনকারী, জুলাই আগষ্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সোবহান মুন্সী এবং তার অনুসারীরা নিরাপদ স্থানে অবস্থান করছিলেন।
সোবহান মুন্সীর নেতৃত্বাধীন উপজেলা আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহিদ মুন্সী, কৃষক লীগের সাধারণ সম্পাদক মজিবুর মুন্সীসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের আরও পাঁচ শতাধিক নেতাকর্মী শহীদ জিয়াউর রহমানের আদর্শের প্রতীক ধানের শীষ জিন্দাবাদ জয়বাংলা নিপাত স্লোগান দিয়ে বিএনপির রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ হয়ে যোগদান করেন।
এসময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা যোগদানকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে রাতে ভাঙ্গা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিএমএ শামীম, সিএমএ শাহিন, মানিকদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিএনপিতে যোগদান করেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একের পর এক বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ভাবে যোগদান প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

