অপারেশন ডেভিল হান্ট: ফেনীতে গ্রেপ্তার ৬২

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩২

ফেনীতে অপারেশন ডেভিল হান্টে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলায় গত ১৫ দিনের বিশেষ অভিযানে আটককৃত এসব ডেভিলদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতাদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভুঁইয়া।

এর আগে শুক্রবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মো. কামাল উদ্দিন মাস্টার (৪৬), ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার মো. আবুল হাসেম (৫৩), সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. আরিফুল ইসলাম আরিফ (৩২), বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের মো. হাসান শরীফ (৩৩), ফাজিলপুর ইউনিয়নের মধ্যম শিবপুর গ্রামের আবুল কাশেম (৫৪), বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের আরাফাত হোসেন ইমন (২২) ও পরশুরাম উপজেলার অনন্তপুর গ্রামের আলী হোসেন তপন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা বলেন, ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তার করে হচ্ছে। সকল অস্ত্রধারীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত