আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে কলেজছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে কলেজছাত্রী নিহত
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঝিনাইদহ শহরতলীর পাগলাকানাই বাঁকাব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন (১৯) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

রোববার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তামান্না ইয়াসমিন কোটচাঁদপুর উপজেলা দোঁড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে এবং সরকারি কেসি কলেজের ছাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জা‌নায়, তামান্না ঝিনাইদহ শহ‌রের পাগলাকানায় এলাকার একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করতেন। শনিবার পরীক্ষা শেষে তিনি গ্রা‌মের বাড়িতে গি‌য়ে‌ছি‌লেন।

রোববার ছাত্রাবাসের মালিক মারা যাবার খবর পেয়ে তি‌নি পিতার সা‌থে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরে আসেন। প‌রে বাড়ি ফেরার পথে পাগলাকানাই বাঁকাব্রীজ এলাকায় তামান্না পিতাসহ সড়ক দুর্ঘটনায় পতিত হন।

তামান্নার পিতা আব্দুল মান্নান জানিয়েছেন, পাগলাকানাই বাঁকাব্রী‌জের কাছে পৌছামাত্র সামনে একটি ইজিবাইককে সাইড দিতে গেলে তামান্নার গলার ওড়না মোটরসাইকেলের চাকার সাথে জ‌ড়ি‌য়ে যায়।

প‌রে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামান্না মারা যান। তামান্নার পিতা ঝিনাইদহ সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন