নোয়াখালীতে ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৩৪
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪২

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে ট্রাকের চাপায় সাইকেল আরোহী মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী মৃত্যু হয়েছে। এ সময় এক শিশুর পিতা সাইকেল চালক আবুল কালাম গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৮টার দিকে চর মটুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর বাজারের পশ্চিম মাথায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান মঙ্গলবার সকাল ৮টার সময় আবুল কালাম সাইকেলযোগে তার ছেলে আরাফাত হোসেন (৬) ও তার শ্যালক সাদ্দাম হোসেনের মেয়ে আসমা আক্তার (৬) কে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসায় যাওয়ার পথে বৈকন্ঠপুর বাজারের পশ্চিম মাথায় পৌঁছলে পাথর বোঝাযই একটি ট্রাক তাদের সাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই শিশু শিক্ষার্থী আরাফাত হোসেন (৬) ও আসমা আক্তার (৬) মারা যায়।

এসময় সাইকেল চালক নিহত আরাফাতের পিতা আবুল কালাম গুরুতর আহত হয়। স্থানীয়রা আবুল কালাম কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

এ নিয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত