আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোক প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সকাল থেকেই ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী, ঘোষেরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজারে দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। অনেক মার্কেটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক প্রকাশ করা হয়।

ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিদুল ইসলাম জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, দিনভর সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২০০২ সালের ২১ এপ্রিল বেগম খালেদা জিয়া ইন্দুরকানী উপজেলায় উপস্থিত থেকে তৎকালীন জিয়ানগর উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাতে তার মৃত্যুতে ইন্দুরকানীর সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন