বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রাত ১২টার পর এই জনসভায় দাঁড়িয়ে দেশবাসীকে বলবো একবার দেখে যাও বাংলার মানুষ আজ কি চায়। এদেশের গণজোয়ার আজ কোন দিকে তোমরা দেখে যাও।
রাত ১২টার সময় ১১ দলীয় প্রার্থীকে রিকশা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে যে বাঁধভাঙ্গা উচ্ছাস। এতে প্রমান হয় আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আজাদীর বাংলাদেশ।
মঙ্গলবার দিনগত রাত ১২টায় হবিগঞ্জের বাহুবল উপজেলা মিরপুর চৌমুহনীতে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলেছো, যারা শাসনের নামে জনতাকে শোষণ করেছো । তোমরা যারা গুন্ডামি আর মাস্তানির রাজনীতি করেছো। আবার স্বপ্ন দেখছো পেশীশক্তির বলে বাংলার জনতার রায়কে ছিনতাই করবে, এই উত্থাল জনতাকে দেখে তোমরা শর্তক হয়ে যাও।
তিনি বলেন- জনতার ব্যালটের রায়কে যদি ছিনতাই করার চেষ্টা করো বাংলার মাটিতে তোমাদের ঠাই হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

