চট্টগ্রাম ব্যুরো
ইসকন থেকে বহিষ্কৃত ও বর্তমানে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরো চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এ আদেশ দেন। নিরাপত্তাজনিত কারণে চিন্ময় দাসকে আদালতে হাজির না করে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।
রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চারটি পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এর আগের দিন সোমবার আলিফ হত্যা মামলায়ও একই আদালতে চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়।
২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হলে জামিন না পেয়ে তার অনুসারীরা আদালত এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। পরে বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। ওই ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরসহ পাঁচটি মামলা হয়।
এই পাঁচ মামলার মধ্যে একটি দায়ের করেন নিহত আলিফের বাবা, একটি আলিফের ভাই এবং বাকি তিনটি করেছে পুলিশ। বর্তমানে সব মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ চিন্ময় দাসের জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানির জন্য ৪ মে দিন ধার্য থাকলেও সেটি আর অনুষ্ঠিত হয়নি।
ইসকন থেকে বহিষ্কৃত ও বর্তমানে কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরো চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এ আদেশ দেন। নিরাপত্তাজনিত কারণে চিন্ময় দাসকে আদালতে হাজির না করে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়।
রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চারটি পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এর আগের দিন সোমবার আলিফ হত্যা মামলায়ও একই আদালতে চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়।
২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হলে জামিন না পেয়ে তার অনুসারীরা আদালত এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। পরে বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তারা। ওই ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরসহ পাঁচটি মামলা হয়।
এই পাঁচ মামলার মধ্যে একটি দায়ের করেন নিহত আলিফের বাবা, একটি আলিফের ভাই এবং বাকি তিনটি করেছে পুলিশ। বর্তমানে সব মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ চিন্ময় দাসের জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানির জন্য ৪ মে দিন ধার্য থাকলেও সেটি আর অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৩ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৫ ঘণ্টা আগে