আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির টিয়া মাছ

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির টিয়া মাছ

পটুয়াখালীর কুয়াকাটায় আবু সালেক নামে এক জেলের জালে বিরল প্রজাতির চারটি টিয়া মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হলে তা এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। মাছগুলো আকারে বড়, চারটি মাছের মোট ওজন হয়েছে ৫ কেজি। পরবর্তীতে নিলামের মাধ্যমে স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী আবদুল্লাহ প্রতি কেজি ৫০০ টাকা দরে ক্রয় করেন।

বিজ্ঞাপন

জেলে আবু সালেক বলেন, আমি চট্টগ্রামের বাঁশখালী থেকে আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলেসহ সাগরে মাছ ধরতে যাই। গত রাতে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় জালে ফেললে এই অচেনা মাছগুলো উঠে আসে। ভালো দামে বিক্রি করেছি।

মাছ ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, মাছগুলো দেখতে রঙিন। এমন মাছ আমি এর আগে কখনও দেখিনি। বিরল মাছ হওয়ায় একটু উচ্চমূল্যেই কিনেছি। অনেকে সংগ্রহ করতে চাইছেন, তাই আমি ভালো লাভের আশায় এটি কিনেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্কারাস জুফার বা টিয়া মাছ সাধারণত ওমান থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের প্রবালপ্রবণ এলাকায় পাওয়া যায়। বাংলাদেশে এটি খুবই বিরল। ১৯৯৫ সালে প্রথম এই প্রজাতিটি বৈজ্ঞানিকভাবে শনাক্ত হয়। এই মাছ পরিবেশবান্ধব এবং সামুদ্রিক বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন