ফরিদপুর জেলার ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আকিমদ্দিন কাজী নামে শ্রবণপ্রতিবন্ধী এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঢাকাগামী চলন্ত ট্রেনে কাটা পড়ে নিহত হন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি একই এলাকার মৃত হোসেন কাজীর ছেলে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের আকিমদ্দিন ঘুম থেকে উঠে বাড়ির কাউকে কিছু না জানিয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ব্রাহ্মণকান্দা রেলওয়ে ব্রিজ রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী চলন্ত ট্রেন নকশীকাঁথার নিচে কাটা পড়ে তিনি নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় স্বজনেরা তার মৃতদেহ উদ্ধার করে। পরে রেলওয়ে পুলিশ আসার পর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আকিমদ্দিন কাজী তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

