আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গজারিয়ায় নড়বড়ে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে পড়ার আশঙ্কা

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

গজারিয়ায় নড়বড়ে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে পড়ার আশঙ্কা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের দক্ষিণপাড়া খালের ওপর নির্মিত সেতুটি জরাজীর্ণ হয়ে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে এটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় সেতুটি পরিত্যক্ত ঘোষণার পাশাপাশি নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের দুই পাড়ের বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে প্রায় ৩৫ বছর আগে ধনু হাজী জামে মসজিদ সংলগ্ন এ সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে সেতুটি।

ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসার হাজারো কোমলমতি শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায় মরণফাঁদ জেনেও সেতুটি দিয়ে প্রতিনিয়ত বাধ্য হয়ে চলাচল করছেন ওই এলাকার লোকজন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুপাশের রেলিং ভেঙে গেছে।

সেতুর উপরের অংশের ঢালাই উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেতুটির নিচের পিলারের পলেস্তারা খসে সেতু হতে পাথর খসে খসে পড়ছে। শিশুরা ঝুঁকিপূর্ণ সেতুর ওপর খেলাধুলা করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। বর্তমানে সেতুটির অবস্থা খুবই করুণ। বিকল্প ব্যবস্থা না থাকায় এক প্রকার বাধ্য হয়েই সেতুটি দিয়ে চলাচল করছেন আড়ালিয়া গ্রামের হাজারো মানুষ। যেকোনো সময় সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে ওই গ্রামের সন্তান মুন্সীগঞ্জ জজ কোর্টের আইনজীবী আরফান সরকার খোকন বলেন, 'সেতুটি অনেক দিনের পুরোনো জরাজীর্ণ। বেশ কয়েক বছর ধরে ওই সেতুর রেলিং ভেঙে গেছে। বর্তমানে ওই বাঁশগুলোর কিছু অংশ রয়েছে। তবে অধিকাংশ বাঁশ পচে ভেঙে গেছে।' তিনি আরো বলেন, 'ওই সেতুটি দিয়ে গ্রামের ৪০০/৫০০ ছাত্রছাত্রী পাশের রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদীয়া প্রি- ক্যাডেট স্কুলসহ আশেপাশের এলাকার মাদরাসায় যান।'

গজারিয়া উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জানান, 'আমি ব্রিজটি সম্পর্কে জেনেছি। আড়ালিয়াতে কয়েকটি উন্নয়ন কাজ চলমান। এটা পরবর্তী প্রকল্পে দেওয়া প্রক্রিয়া চলমান।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন