আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির বাগাড়, ৪৬ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির বাগাড়, ৪৬ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশালাকৃতির বাগাড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪৬ হাজার ২৫০ টাকায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলে মাছটি ধরেন জেলে গোবিন্দ হালদার ও তার সঙ্গীরা।

বিজ্ঞাপন

জেলে গোবিন্দ হালদার জানান, ভোরে জাল ফেলেন তারা। সকালের দিকে জালে অস্বাভাবিক ভারী কিছু আটকে থাকার অনুভূতি হলে সবাই মিলে জাল টেনে নৌকায় তোলেন। পরে দেখা যায়, এটি একটি বড় আকারের বাগাড় মাছ। মাছটি নৌকায় তোলার পর আশপাশের জেলেদের মধ্যেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

এরপর মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনা হয়। সেখানে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৭৫০ টাকা দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকায় মাছটি ক্রয় করেন।

পরবর্তীতে দুপুরে তিনি মুঠোফোন ও অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে গোবিন্দ হালদার বলেন, অনেক দিন পর এত বড় মাছ ধরা পড়েছে। ভালো দাম পাওয়ায় আমরা খুব খুশি। এতে আমাদের সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

এদিকে, মৎস্য ব্যবসায়ীরা বলছেন, বাগাড় মাছের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে বড় আকারের বাগাড় দেশের ব্যবসায়ী ও প্রবাসীদের কাছে ব্যাপক চাহিদাসম্পন্ন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...