কালোবাজারে সার বিক্রির অপরাধে বিসিআইসির এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন সার ডিলারের বড়ভিটা বাজারের দোকানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন বিসিআইসি সার ডিলার জাহেদুল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় পটাশ সারের সঠিক হিসাব দিতে ব্যর্থ হন ওই সার ডিলারের ম্যানেজার।
পরবর্তীকালে ক্যাশ মেমোতেও গরমিল দেখা যায়। প্রকৃত কৃষকদের মধ্যে সার বিক্রয় না করে কালোবাজারে বিক্রির অপরাধে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে। ডিলার উপস্থিত না থাকায় ম্যানেজার জালালউদ্দিনের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, পুলিশ সদস্যরা।
উপজেলা কৃষি অফিসার লোকমান আলম জানান, রশিদের মাধ্যমে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির অপরাধে ওই ডিলারকে অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া আমার দেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, কৃষকদের সার না দিয়ে কালোবাজারে সার বিক্রি করা হচ্ছে। অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ওই ডিলারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

